একাধিকবার মুক্তির তারিখ জানানো হলেও প্রেক্ষাগৃহে আসেনি ন🦩ির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের স♓িনেমা ‘কাজলরেখা’। মুক্তি পেছালেও এসেছে সিনেমার নতুন গান প্রকাশিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে হলুদ রে তুই’ ‘শিরোনামের গানটি। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছꦑেন কণ্ঠশিল্পী অন্তরা মণ্ডল ও হুমায়রা ঈশিকা। এর আগে গত ডিসেম্বরে প্রকাশ ♎হয় ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গানটি।
‘কাজলরেখা’ সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে বলে জানা গেছে। ষোলো 𒊎শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
কাজলরেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আ🎶জাদ আবুল কালাম, খায়রুল বাশা🌳র, সাদিয়া আয়মানসহ অনেকে।
এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে।