• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রিয়াদে জেমসে মাতল ১০ লাখ দর্শক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০২:০৮ পিএম
রিয়াদে জেমসে মাতল ১০ লাখ দর্শক
নগরবাউল জেমস

সৌদি আরবের রাজধানী রিয়াদে নগরবাউল জেমসের গানে মাতল ১০ লাখ প্রবাসী বাংলাদেশি দর্শꩵক। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে শুক্রবার ( ২২ নভেম্বর) রাতে বাংলাদেশ উৎসবে গানে গানে মাতিয়ে তোলেন প্রবাসীদের। রিয়াদে এই প্রথমবারের মতো গাইলেন জেমস।

কনসার্ট শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের  জেমস বলেন, ‘আমার 🍰অনুভূত🅺ি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে এত মানুষ, দর্শক আছে, রিয়াদে এসে আমি মুগ্ধ। বেঁচে থাকলে আবার নিশ্চয়ই রিয়াদে আসবো।

জেমস বলেন, ‘গ্লোবাল হারমনির আয়োজক, বিশেষ করে মিডিয়া মিনিস্ট্রিকে আমি ধন্যবাদ জা꧃নাই। এই আয়োজন♏ের জন্য।’

এর আগে রিয়াদের আল-সুওয়াইদি পার্কে  একের পর এক গান গেয়ে মাতান জেমস।  তিনি তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এসব গানের ম𒈔ধ্যে ছিল  ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘মীরা বাঈ’,  ‘পাগলা হাওয়ার তোড়ে’,  ‘না জানি কোহি’ প্রভৃতি।

স্থানীয় সময় রাত ৮ টার দিকে মঞ্চে উঠেন জেমস। এসময় তার মাথায় ছিলো লাল গামছা বাঁধা। পরনে কালো টি-শার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন,‘তোমরা আমার জান। বেঁচে থাকলে আবার দেখা হবে। ’
আয়োজকরা জানিয়েছেন আল-সুওয়াইদি পার্কে ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যোগ দেন।
জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস। তবে সৌদি আ🐎রবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি।

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ উৎসব’। সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ꦇষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করেছে। শুক্রবার ছিল উৎসবের তৃতীয় দিন।  শ🍌নিবার (২২ নভেম্বর) এই উৎসব শেষ হবে। 

Link copied!