• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১৬ টন টমেটো লেগেছিল যে গানের শুটিংয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ১২:৩৩ পিএম
১৬ টন টমেটো লেগেছিল যে গানের শুটিংয়ে

বলিউড সিনেমা মানেই ভিন্ন কিছু চমক। তবে সꦏেই চমকের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে জয়া আখতার পরিচালিত ‘🦩জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় একটি গান। গানটির শুটিংয়ে ১৬ টন টমেটো লেগেছিল। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে।

সম্প্রতি মুক্তির এত বছর পরও এখনো যেন সিনেম♋াটিতে নতুনত্বের ছোঁয়া মেলে। সিনেমাটির ‘এক জুনুন’ গানে হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার ও অভয় দেওল নাচে মেতেছিলেন। সে সময় টোমাটিনা ফেস্টিভ্যালের কারণে বেশ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। জানা গেছে, গানটির শুটিংয়ে ১৬ টন টমেটো লেগেছিল।

এ প্রসঙ্গে সিনেমার প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেছিলেন, ‘‘উৎসবটিকে বাস্তবসম্মত দেখাতে সেই সময় প🔴্রচু🐻র টমেটো পর্তুগাল থেকে আমদানি করতে হয়েছিল তাদের। কারণ, স্পেনে টমেটো তখনো পাকেনি। ফলে পর্তুগাল থেকে ১৬ টন টমেটো আমদানি করতে হয়েছিল।’’ শুধু টমেটোর দাম এবং সেখানে আনতে প্রায় ১ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানা যায়।

গণমাধ্যমে এক🀅 সাক্ষাৎকারে জয়া আরও জানিয়েছিলেন, একই জায়গায় তিনি টোমাটিনা উৎসবের শুটিং করেছিলেন, যেখানে এটি আসলে ঘটেছিল। তাকে এটার জন্য বুনিওল শহরের জায়গাটি বুক করতে হয়েছিল।

 

 

 

Link copied!