রহস্যজনকভাবে মারা গেছেন জনপ্𒁃রিয় তামিল অভিনেতা মোহন। মাদুরাইয়ের তিরুপারকুন্ড্রম মন্দিরের কাছে একটি রাস্তায় অভিনেতার মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৬০ বছর।
কলকাতা টিভির এক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতা মোহন বেশ আর্থিক সমস্যায় ছিলেন💝। দীর্ঘদিন কাজ𝔉 খোঁজার চেষ্টায় ছিলেন তিনি। কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন। সালেম জেলায় নিজের বাড়ি থাকা সত্ত্বেও আর্থিক দুরবস্থার জন্য চ্যারিয়ট রোডের কাছে রাস্তার ধারেই থাকতেন মোহন।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, দীর্ঘ অনাহারে এবং শারীরিক অসুস্থতার ক꧅ারণেই মৃত্যু হয়েছে অভিনেতার।
কমল হাসানের ‘অপূর্বা সাগোধারারগাল’ (১৯৮৯) সিনেমাতে কৌতুক অভিনেতার চরিত্রের জন্য সর্বাধিক পরিচিত ﷽ছিলেন তামিল অভিনেতা মোহন। এ ছাড়া ‘নান কাদাভুল’ সিনেম🏅াতেও অভিনয় করেছেন তিনি।