• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কেমন আছেন জুয়েল, সর্বশেষ অবস্থা জানালেন স্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ১২:৩৩ পিএম
কেমন আছেন জুয়েল, সর্বশেষ অবস্থা জানালেন স্ত্রী
হাসান আবিদুর রেজা জুয়েল। ছবি: সংগৃহীত

লাইফ সাপোর্টে থাকলেও জুয়েলের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তাঁর শরীরে রক্তের সংক্রমণের হার কমেছে। রক্তে প্ল🤡াটিলেটের মাত্রা যে কমেছিল, তাও বাড়ছে। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় দেশের একটি সংবাদমাধ্যমে এমনটা জানিয়েছেন জুয়েলের স্ত্রী উপস্থাপক ও সংবাদ পাঠিকা🌄 সংগীতা আহমেদ।

চিকিৎসকদের বরাত দিয়ে সংগীতা আরও জানালেন, রক্তের সংꦰক্রমণের মাত্রা কমলে এবং রক্তের প্লাটিলেট মাত্রা বাড়ার হার অব্যাহত থাকলে হয়তো চিকিৎসকেরা জুয়েলের লাইফ সাপোর্ট খুলে দেবেন। শারীরিক অবস্থার উন্নতি এভাবে চলতে থাকলে, স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারবে। তবে এর সঙ্গে ক্যানসারের উন্নতির কোনো সম🐬্পর্ক নেই।

জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল গত ১৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন । ২০১১ সালে ত𝕴াঁর লিভা﷽র ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমেই সংক্রমিত হয়। শুরু থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসাসেবা চলছিল। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) গায়ক জুয়েলের স্ত্রী সঙ্গীতা সংবাদমাধ্যমকে বলেন, গত ২৩ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই হাসপাতালে নেয়া হয়। তারপর চিকিৎসকরা আইসিইউতে নেন। সবাই ওর (জুয়েল) জন্য দোয়া করবেন, যেন লাইফ সাপꦕোর্ট থেকে সুস্থভাবে ফܫিরতে পারে। শারীরিক সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন।

ব্যান্ড সংগীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা-বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলে💧ন আর মঞ্চে প্রথম গান করেছিলেন যখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে।

প্রসঙ্গত, ব্যান্ড সংগীত যখন বেশ আলোচনায় তখন নতুন জোয়ারে হাজির হন গায়ক জুয়েল। ১৯৮৬ সালে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে জড়ান। সেই সময় বিভিন্ন মিডিয়ার সঙ্গে পরিচিতি হতে থাকে। ১৯৯২ সালে প্রথম অ্যালবাম প্রকাশ হয়। দশটির মতো অ্যালবাম প্রকাশ করেছেন। তবে এর মধ্যে ‘এক বিকে꧅লে’ অ্যালবামটি 𓃲বেশি পরিচিতি লাভ করে। অ্যালবামটি জনপ্রিয়তা পাওয়ার পর গায়কের নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।

Link copied!