ছোট 🔯পর্দার জনপ্রিয়꧋ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ২০২১ সালে ওটিটিতে অভিষেকেই নজর কাড়েন তিনি। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে ফারিণের। ডিসেম্বরে কলকাতায় মুক্তি পাবে ফারিণের অভিনীত সিনেমা।
মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’-এ সাবিলা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।
এই সিরিজ 🌄থেকেই ফারিণ সুযোগ পান পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের সিনেমায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘আরো এক পৃথিবী’ ন🌼ামের সেই সিনেমার পোস্টার।
পরিচ🎶া🌱লক অতনু ঘোষ ফেসবুকে ছবিটি পোস্ট করে জানিয়েছেন, আগামী ২ ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমাটি সম্পর্কে পরিচালক লেখেন, “লন্ডনের মাটিতে পৃথিবীর নানা প্রান্তের মানুষ- খোদ ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান, অ্যারাবিয়ান, কোরিয়ান, চায়নিজ, রাশিয়ান…আর চারজন ভারতীয়, বাঙালি! তারা চেনা হয়েও অচেনা! তাদের মনের গভীরে এমন কিছু ডিজায়ার ও সিক্রেট রয়েছে, যার নাগাল পাওয়া ভার! যাহোক, আপাতত প্রাথমিক প🧸রিচয়পর্ব।”
চারজন প্রবা🦋সী বাঙালির জীবনকাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ‘আরো 🤪এক পৃথিবী’। এতে ফারিণ ছাড়াও আরও আছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বোস ও সাহেব চ্যাটার্জি।