• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিবের আলিঙ্গনে ‘ইমোশনাল’ পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০২:১২ পিএম
শাকিবের আলিঙ্গনে ‘ইমোশনাল’ পরীমনি
শাকিব খান ও পরীমনি। ছবি: ফেসবুক থেকে

সুপারস্টার শাকিব খানের সঙ্গে র‌্যাম্পে হেঁটে ভাইরাল হয়েছিলেন পরীমনি। এবার  ভাইরা🥃ল হলো শাকিবের সঙ্গে পরীমনির আলিঙ্গনমুহূর্তের ভিডিও। মঙ্গলবার (১৯ নভেম্বর) শাকিব খানের ডাকে তারকাদের মিলনমেলা বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন। 

যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা  বিদ্যা সিনহা মিম, অপি করিম, সিয়াম 𝓰আহমেদ, পরীমনি, পূজা চেরী, প্রার্থনা ফারদিন দীঘি, কোনাল, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলনমেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও। যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে। সেটি হচ্ছে সু𒈔পারস্টার শাকিব খান ও পরীমনির আলিঙ্গনের মুহূর্ত।

ভিডিওতে দেখা যায়, পরীমনি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন। এসময় শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি। একে অপরকে আ𓆉লিঙ্গন করেন। মেগাস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ‘ইমোশনাল’ দেখা যায় অভিনেত্রীকে। যে কারণে ভিডিও ক্লিপটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

শাকিব খান ও পরীমনির ওই ভিডিওতে ভক্তরাও বেশ মজা🐼র মজার মন্তব্য করেছেন। কেউ তাদের সুন্দর এই মুহূর্তের প্রশংসা করেছেন। আবার কেউ দু’জনকে একসঙ্গে নতুন স☂িনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন। তবে নায়ককে জড়িয়ে ধরে পরী কেন ‘ইমোশনাল’ হয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

শাকিব খান ও পরীমনি জুটি বেঁধে অভিনয় করেছ🉐িলেন ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায়। পরীমনিকে সবশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। অন্যদিকে𒉰 শাকিব খানকে দেখা গেছে ‘দরদ’ সিনেমায়। 

এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এছাড়✅া ভা꧑রতে অভিনয় করে এলেন ‘বরবাদ’ সিনেমায়।

Link copied!