• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নাটকে বাবুর সঙ্গী ডাক্তার সাবরিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০২:২৮ পিএম
নাটকে বাবুর সঙ্গী ডাক্তার সাবরিনা
‘অভিমানে তুমি’ নাটকের দৃ্শ্য। ছবি: নির্মাোর সৌজন্যে

পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত ডাক্তার সাবরিনা। তার ফ্যাশনও বেশ নজর কাড়ে ন🔥েটিজেনদের। অনেকে তাকে মডেল-অভিনেত্রীও ভাবেন। সাবরিনা সেটা নন তা একেবারে বলাও যায় 💞না।

প্রায় বছর ১৫ আগে শখের ব💛শে জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।

এরপর আর শোবিজে দেখা যায়নি। তবে সম্প্রতꦐি নানা রকম ভিডিওতে দেখা যায় ত💛াকে গান-কবিতা নিয়ে হাজির হতে। এবার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গী হয়ে নাটকে দেখা গেল সাবরিনাকে। এই জুটির নাটকের নাম ‘অভিমানে তুমি’।

অ𒆙🍃য়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। 

নাটকে অভিনয় প্রসঙ্গে ডাক্তার সাবিরনা বলেন, ‘এটা চমক। আশা করছি দর্শকের ভালো লাগবে। আর আমি কাজটি খুবই আনন্দ নিয়ে করেছি। আনন্দের মাত্রাটা অনেক বেশি ছিল বিপরীতে শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো গুণি শিল্পীকে পেয়েছি বলে। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন সাবলীলভাবে অভিনয় করতে।’ শিগগিরই নাটকটি প্রচারে আসবে💛 বলে জানান নির্মাতা।

Link copied!