বলিউড স্টার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ সাত পাকে বাঁধা পড়েছিলেন ২০১৮ সালের ১৪ নভেম্বর। ইতালির লেক কোমোতে বসেছিল বিয়ের আসর। অনুরাগীরা ভালবেসে সেই বিয়ের নামকরণ করেছিলেন ‘রূপক🅘থার বিয়ে’। চলতি বছরের বৃহস্পত𝓰িবার (১৪ নভেম্বর) ছয় বছর পূর্ণ করল তাদের বিয়ের বয়স।
তবে এ বছরের রণবীর-দীপিকার বিবাহবার্ষিকী বিশেষ। কারণ, গত সেপ্টেম্বরে তাদের ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া। অন এবং অফ-স্ক্রিনের এই জনপ্রিয় জুটির বিবাহ বার্ষিকীতে আসুন জানা যাক, রণবীরেඣর কোন গুণ দেখে তাঁকে নিজ❀ের হৃদয় সঁপে দিয়েছিলেন দীপিকা।
২০২৩-এর জনপ্রিয় চ্যাট শো-এ জুটিতে হাজির হয়েছিলেন রণবীর-দীপিকা। সেখানেই নিজেদের বিয়ের ভিডিওর বিশেষ কিছু অংশ সর্বসমক্ষে আনেন তাঁরা। সাকুল্যে চার মিনিটের সেই ভিডিওতে দীপিকাকে বলতে শোনা যায় কেন তিনি রণবীরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং কেন-ই বা তা র প্রেমে পড়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, “রণবীরের ভিতরে থাকা সেই মানুষটার প্রতি আমি প্রেমে পড়েছিলাম যার সঙ্গে বা🌄ইরের পৃথিবীর পরিচয় নেই।
রণবীরের সেই দিকগুলোর সমন্ধে ওয়াকিবহাল নন প্রায় কেউই। রণবীরের ব্꧃যক্তিত্বের একটি সম্পূর্ণ অন্য দিক রয়েছে। সেই দিকটা খুব শান্ত, ধীর-স্থির, এতটুকুও ছটফটে নয়। এবং ভীষণ বুদ্ধিদীপ্ত। রণবীর একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। ও যে আবেগ লুকিয়ে না রেখে কেঁদে ফেলে, এই বিষয়টা আমার মন ছুঁয়ে যায় প্রতিবার। ভীষণ দিলখোলা একজন মানুষ রণবীর!”
২০১৩ সালের সঞ্জয় লীল💞া বনশালির ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন রণবীর এবং দীপিকা। সেখান থেকে তাঁদের আলাপ গড়ায় প্রেমে। এরপর বাজিরাও মাস্তানি এ🌄বং পদ্মাবত। তারপরেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। এদিন বুধবার বিবাহ বার্ষিকীর সকালে সমাজমাধ্যমে অভিনব কায়দায় দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর। ভাগ করে নিলেন দীপিকার ১৪টি ছবি এবং একটি ভিডিয়ো। সেখানে কোথাও নেই তিনি। শুধুই দীপিকা এবং দীপিকা।