বলিউড সুপারস্টার সালমান খানকে আবারো প্রাণে মারার হুম♛কি দেওয়া হয়েছে সম্প্রতি। সেই সঙ্গে গুলিতে নিহত এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিককেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গুরফান খান নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সালমান ও জিশানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এফআইআর দায়েরের পর উত্তর প্রদেশের নয়ডা থেকে ২০ ব🐟ছর বয়সী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় মুম্বাই পুলিশ▨।
পুলিশ সূত্র জানিয়েছে, গত ২৫ অক্টোবর বিকেলে জিশান সিদ্দিকের দপ্তরে অজ্ঞাত একজন ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। এই একই ব্যক্তি সালমান খানকেও হুমকি দিয়েছিলেন। পাশাপাশি মোটা অঙ্কের টাকা🌼ও দাবি করেছিলেন তিনি।
বাবা সিদ্দিককে হত্যার পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত আছে বলে জানা গেছে। লরেন্স বিষ্ণোই নিজেই এই হত্যার দায় স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডের ব্যাপারে ꦅজিশানের মতে, সম্পত্তিগত𒊎 বিবাদের কারণে তার বাবাকে প্রাণ হারাতে হয়েছে।
জিশান বলেছেন, ‘আমার বাবার মৃত্যুর ঘটনায় সালমান ভাই শোকাহত। উনি সবসময় পাপাকে (বাবা) স্মরꦦণ করেন। আর আমাকে ফোন করে পরিবারের হালচাল জিজ্ঞাসা করেন৷ এ ঘটনার ১৬ দিন পার হযꦉ়ে গেছে। কিন্তু সালমান ভাই রোজ আমাদের সঙ্গে কথা বলেন। সালমান ভাই অনেক বেশি রাতে ফোন করে জানান যে, উনি ঠিক আছেন। তবে ভাই সারা রাত ভালোভাবে ঘুমাতে পারেন না।’
জিশান আরও বলেছেন, ✃‘সালমান ভাই আর পাপা আপন ভাইয়ের মতো একে অপরের কাছাকাছি ছিলেন। পাপার মৃত্যুর পর ভাই আমাদের খুব সঙ্গ দিয়েছেন। উনি আমাদের পাশে সবসময় আছেন🀅 আর আগামী দিনেও থাকবেন।’
গত ১২ অক্টোবরꦕ এনসিপি নেতা এবং সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি হত্যা করা হয়। বাবা সিদ্দিকের হত্যা মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এখনো তিনজন পলাতক রয়েছে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই মামলার তদন্ত করছে।