• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদ ছাড়াও ছবি সুপারহিট হয়, ‘দরদ’ নিয়ে বললেন শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৪:৩৬ পিএম
ঈদ ছাড়াও ছবি সুপারহিট হয়, ‘দরদ’ নিয়ে বললেন শাকিব খান
শাকিব খানের সঙ্গে রিমার্ক হারল্যান পরিবারের সদস্যবৃন্দ। ছবি: ফেসবুক থেকে

ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয় বলে মন্তব্য করেছেন করেছেন সুপারস্টার শাকিব খান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দরদ’ সিন🌠েমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খান এমন মন্তব্য করেন।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘দরদ’এর বি✨শেষ শো শেষে এই নায়ক বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে।

 ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া,কোটি টাকার কাবিন,এমন যতগুলো বিগ হিট সিনেমা 🐠এসেছে সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। 

এটা স🌞বসময়ই প্রমাণত হয়ে এ💯সেছে আজকে ‘দরদ’ দিয়েও প্রমাণ করল যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।

শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজি✤ন ব্র্যান্ড একনল-এর সৌজন্যে ‘দরদ’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর ফলে স্ক্রিনিং শো-টি হয়ে ও♎ঠে উৎসবমুখর।

জ𓃲মজমাট এই ইভেন্টে শাকিব খানের সাথে আরও উপস্থিত ছিলেন, একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা পূজা চেরি, ছবিটির পরিচালক অনন্য মামুᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚনসহ সিয়াম আহমেদ, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া চমকের মত জনপ্রিয় সব তারকা ও রিমার্ক হারল্যান পরিবারের সদস্যবৃন্দ।

‘দরদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়া অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা⛎ মারুয়া, ইমতু রাতিশ, ফারহান খান রিও, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।

সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের কিবরিয়া ফিল্মস, অ্যাকশন কাট 🥃এন্টারটেইনমেন্ট, ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

Link copied!