লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’। অনুষ্ঠানে গাইবেন দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমস ও হাসান। আগামী ২২ সেপ্টেম্বর কনসꦍার্টটি দেশের বন্যায় তক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ‘আর্ক’ ব্যান্ডের প্রধান ভোকাল হাসান। এদিকে, গণমাধ্যমে জেমসের বিষয়টি নিশ্চিত করেছেনএ নগরবাউল জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর। ♑তিনি জানান, ‘১৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন জেমস ও হাসান। ২২ সেপ্টেম্বর কনসার্টের পরের দিনই ফের ঢাকায় ফিরবেন জেমস।.
‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ আয়োজক আইওএন টিভি। ভেন্যু লন্ডন রয়েল এজেন্সি। এর মধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি।
এর আগে ৩ মার্চ ভারতের কলকাতা মাতিয়েছেন ‘নগর বাউল’ খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। মে মাসে লন্ডন মাতিয়ে জুন🧸ে কানাডা মাত করেছেন এই ব্যান্ড তারকা।
এদিকে মার্চে সংযুক্ত আর আমিরাত মাতিয়ে🍌 এলেন ব্যান্ড তারকা হ💜াসান।