কলকাতা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ। সম্প্রতি এ অভিনেত্রীর সঙ্গে জনপ্♕রিয় সংগীতশিল্পী কুমার শানুর ছেলে জান কুমারের ঘনি🍰ষ্ঠ ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আজতাক বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, টালিপাড়ায় হট অ্যান্ড হ্যাপেনিং হিসেবে পরিচিত সৃজলা গুহ ও জান কুমারের একটি ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হয়েছে💫। ভিডিওতে দেখা যায়, বাথটাবে শুয়ে সৃজলা-জান রোম্যান্স করছেন। তাদের দুইজনের প্রেমের এই 🃏ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
তবে, ভিডিওটি সৃজলা ও জানের এটি সত্যিকারের প্রেমের নয় বলেও নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি। অভিনেত্রীর সঙ্গে কুমার শানুর ছেলে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। আর সেই ভিডিওত🍷ে জান ও সৃজলার কেমিস্ট্রিই প্রকাশ্যে এসেছে।
সৃজলা গুহ মন ফাগুন সিরিয়ালে শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বেশকিছু ওয়েব সিরিজে কাজ করেছেন ত♚িনি। ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসবশেষ সৌরভ দাসের সঙ্গে পিকাসো ওয়েব সিরিজে শেষ দেখা গেছে এই অভিনেত্রীকে।