জনপ্রিয় চিত্রনায়িকা নূতন। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম এবং কালজয়ী চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর নায়িকা। নায়িকা, ভাবি, মা- সব চরিত্রেই তিনি সুনাম কুড়িয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা।&n🎃bsp;
জনপ্রিয় এই অভিনেত্রীর জন্🌠মদিন ১৩ নভেম্বর। বিশেষ এই দি❀নে ‘সংবাদ প্রকাশ’ পরিবার থেকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।
এদিকে, জন্মদিনে ভক্ত ও সহশিল্পীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভ🐟িনেত্রী। শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে দুটি সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন নূতন আন্টি। খুব ভালো মনের একজন মানুষ আপনি, আপনাদের মতো অভিনেত্রী বাংলাদেশে আর হবে না । অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা ও শুভকামনা জানাই, শুভ জন্মদিন।’
বাংলাদেশের চলচ্চিত্রে ꦫপ্রায় সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নূতনের জন্ম ১৯৫৬ সালের ১৩ নভেম্বর কিশোরগঞ্জে। শৈশবে গান দিয়ে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হলেও পরবর্তীতে নৃত্য এবং মঞ্চ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
প্রথম ছবিতেই সফলতা লাভ করেন। ১৯৭০ সালে তার প্রথম চলচ্চিত্র মুক্তি পায়। তিনি এখনো অভিনয় করে য꧅াচ্ছেন। নূতনের আরেকটি পরিচয় হল তিনি একজন সফল চলচ্চিত্র প্রযোজক।
নূতন শৈশবে গান শেখেন। পরবর্তীতে নৃত্যের প্রতি আগ্রহ থেকে নাচ শেখেন। তারপর ময়মনসিংহের মঞ্চ নাটকের সঙ্গ🌺ে জড়িত হন। সফলতা অর্জন করেন।
চলচ্চিত্রে অভিনয় করা বড় বোন গীতার হাত ধꦕরে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান নূতন। ছোট বোনকে নায়িকা বানানোর আগ্রহ নিয়ে নূতনকে অভিনেত্রী সুমিতা দেবীর সাথে পরিচয় করিয়ে দেন গীতা। সুমিতা দেবী ‘নতুন প্রভাত’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য নতুন নায়কꦐ নায়িকার সন্ধান করছিলেন। তার ইচ্ছে ছিল নায়িকার নাম থাকবে নূতন এবং নায়কের নাম হবে প্রভাত।
নায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পর পারিবারিক নাম রত্না থেকে ‘নূতন’ হয়ে যান। ‘নতুন প্রভাত’ পরিচালনা করেছিলেন মোস্তফা মেহ♚মুদ। আর এভাবেই ১৯৭০ সালে রূপালী পর্দায় নূতনের অভিষেক ঘটে।