• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২১ মিনিট ধরে দেখলেন ৬০ লাখ দর্শক

লাইভে ঘুমালেন ‘বিটিএস’ তারকা জাংকুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৩:৪৯ পিএম
লাইভে ঘুমালেন ‘বিটিএস’ তারকা জাংকুক

সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে গান গাওয়ার কথা থ꧂াকলেও ঘুমিয়ে গেলেন বিটিএস’তারকা জাংকুক। সেই ঘুমন্ত শিল্পীকেই টানা ২১ মিনিট ধরে দেখলেন প্রায় ৬০ লাখ দর্শক।

হিন্দুস্তান টাইমস জানায়, জাংকুক যখন আসেন, তখন কোরিয়ায় স্থানীয় সময় সকাল সাতটা। আর জাংকুক সেই সময়ে ক্যামেরার দিকে তাকিয়ে বিছানায় শু𒅌য়েই ছিলেন। কারণ রাতটি না ঘুমিয়েই কাটিয়েছিলেন তিনি।

তরুণ এই বিটিএস তারকা বলেন, “যদি আমি ঘুমিয়ে যাই, স্ট্রিমিং কোম্পানি কিন্তু পাগল হ🔥য়ে যাবে।” এরপর জাংকুক তার কালো বালিশটি দেখান এবং পরমুহূর্তেই ঘুমিয়ে যান। লাইভটি এরপরও ২১ মিনিট ধরে চলে। সে সময় প্রায় ৬০ লাখ দর্শক গান শোনার বদলে ঘুমন্ত শিল্পীকে দেখেন।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন লিখেছেন, “আমরাও জাংকুকের ♋সঙ্গে তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়েছিলাম। জাংকুক তোমাকে ভালোবাসি।” আরেকজন লিখেছেন, “জাংকুক সব সময় আমার কাছে স্বস্তির মানুষ হয়ে থাকবেন🌊।”

২০১৩ সালে যাত্রা শুরু কর𒈔ে বিটিএস। 🥃দশমবার্ষিকীতে এসে গত ৯ জুন ‘টেক টু’ শিরোনামে নতুন গান প্রকাশ করে তারা। ভক্তশ্রোতাদের বেশিরভাগের ভাষ্য, গানটি ‘মাস্টারপিস’।

 

Link copied!