দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের গায়ক ভিকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তꦉরুণীকে গ্রেপ্তার করেছে কোরিয়ান পুলিশ।
জুংঅ্যাং ডেইলির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিটিএস তারকা ভিকে হয়রানি করে এক তরুণী। সে সময় ভির বাসার নিচে অপেক্ষা করছিলেন একᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ তরুণী। পরে ওই তরুণী ভিকে লিফটে অনুসরণ করেন এবং জোরপূর্বক তার বাসায় ঢোকার চেষ্টা করেন। তবে অবস্থা সুবিধাজনক জায়গায় না থাকায় একপর্যায়ে ওই তরুণী পালিয়ে যান।
এদিকে পালিয়েও রেহাই পাননি অভিযুক্ত ওই তরুণী। কারণ, ভির সঙ্গে তার বাজে আচরণের রেকর্ড ছিল গায়কের অ্যাপার্টমেন্টের সিসিটিভিতে। মূ🌠লত সেসব ফুটেজ দেখেই ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশꦦ। তারা জানায়, ভিকে বিয়ের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার জন্য কথা বলার চেষ্টা করেছিলেন ওই তরুণী।
এ ঘটনায় বেশ চটেছে বিগহিট মিউজিক। বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক শুক্রবার (২৭ অক্টোবর) সংবাদমা💟ধ্যমকে জানিয়েছে, যারা শিল্পীদের গোপনীয়তা ল🦄ঙ্ঘন করেন ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেন, তাদের কোনোভাবেই বিটিএস ছাড় দেয় না।
গত ৮ সেপ্টেম্বর প্রথম একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশ করেছেন ভি। অ্যালবামটি বিলবোর্ড হট ১০০ তালিকা ও বিলবোর্ড ২০০ অ্যালবা💯ম তালিকায়꧅ জায়গা করে নিয়েছে।