• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জরিমানা দিলেন ব্রিটনি স্পিয়ার্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ১১:০৪ এএম
জরিমানা দিলেন ব্রিটনি স্পিয়ার্স
হলিউড অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় পপ গায়িকা ও অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্স ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন। তবে এবার ব্যক্তিজীবন নয়, নিয়ম ভাঙার দায়ে জরিমানা দিতে হয়েছে জনপ্রি🦩য় এই সংগীতশিল্পীকে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম হতে জানা গেছে, গাড়ির বৈধ লাইসেন্স না থাক🦩া এবং বিমার প্রমাণ প্রদান করতে ব্যর্থ হওয়াতে ১১৪০ ডলার জরিমানা পরিশোধ করেতে হয়েছে ব্রিౠটনি স্পিয়ার্সকে।

তবে এসব আইনি ঝামেলা ꦗথেকে দ্রুত মুক্তি পেতে আগ্রহী ব্রিটনি আদালতকে বলেন, ‘‘আমি চাই এসব ঝামেলা শেষ হোক। আমি জারিমানা দিয়ে দিয়েছি। তবু মামলা কেন চলছে। আমি চাই আমার গাড়ি নিয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে।’’ ব্রিটনির অ্যাটর্নি ম্যাথিউ রোজেনগার্ট বলেছেন, ‘‘ব্রিটনির সর্বদা লাইসেন্স এবং বিমা ছিল।’’

এদিকে মু🍌ক্তির অপেক্ষায় রয়েছে ব্রিটনির স্মৃতিচারণমূলক বই ‘দ্য ওমেন ইন মি’। ব্রিটনির লেখা এ বইটির ভূমিকা পড়বেন লেখক নিজেই। আর বাকিটা পড়ে শোনাবেন অস্কার মনোন👍য়নপ্রাপ্ত অভিনেত্রী মিশেল উইলিয়ামস। 

Link copied!