হলিউডের দারুণ জুটি ছিলেন𓆉 ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিয়ের পর শোবিজে তাদে༺র ডাকা হতো ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে। তা এখন অতীত। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সম্প্রতি অন্য কারণে সংবাদ শিরোনাম হয়েছেন ব্র্যাড পিট। এর কারণ তার লস অ্যাঞ্জেলসের বাড়িটি বিক্রি।
এই ফেলিজ ম্যানশন নামের বাড়িতে তিনি জোলি ও সন্তানদের নিয়ে দীর্ঘ সময় থেকেছেন। অনেকে বলছেন, আগের স্মৃতি ভুলতেই ব্র্যাড পিটের এমন 🤡কাজ।
পিপলস ম্যাগাজিন সূত্রে জানা যায়, ব্র্যাড পিট এ সম্পত্তি কিনেছিলেন ১৯৯৪ সালে। যার খরচ পড়েছিল𒊎 প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন ডলার। ম্যানশনটির তখনের মালিক ছিলেন এলভিরা, মিস্ট𝓡্রেস অফ দ্য ডার্ক স্টার ক্যাসান্দ্রা পিটারসন।
১ দশমিক ৯ একর জমির ওপরে অবস্🌌থিত এ ম্যানশনে আছে সুইমিংপুল, টেনিস কোর্ট, স্কেটিং এরিয়াসহ বিলাসযাপনের অনেক উপকরণ। বিচ্ছেদের পর ব্র্যাড এটি বিক্রির জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন। কিন্তু মন মতো কোনো ক্রেতা পাচ্ছিলেন না। অনেক চেষ্টার পর তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানির কাছে বাড়ি🧸টি ৪০ মিলিয়ন ডলারে বিক্রি করেন। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০০ কোটি।
বিচ্ছেদের পর ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে তাদের সন্তানদের দে๊খা-শোনা এবং সম্পত্তি নিয়ে আইনি প্রক্রিয়া এখনো চলমান। ꦉ;