• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বক্স অফিসে চলছে ‘দৃশ্যম ২’ ঝড়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৪:২৭ পিএম
বক্স অফিসে চলছে ‘দৃশ্যম ২’ ঝড়!

বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার 🌺সিক্যুয়াল ‘দৃশ্যম ২’। দিন যত বাড়ছে ততই যেন বৃদ্ধি পাচ্ছে এই সিনেমার কদর। মুক্ত꧃ির প্রথম দিন থেকেই বক্স অফিসে জাদু দেখাচ্ছে এই ছবিটি। মুক্তির তৃতীয় দিনেও সেই জাদু বহাল রেখেছে ‘দৃশ্যম ২’।

মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে ভারতে ‘দৃশ্যম ২’ এর আয় যেখানে যথাক্রমে ১৫.৩৮ ও ২২ কোটি রুপি ছিল, সেখানে তৃত🎐ীয় দিনে তা বেড়ে⭕ হয়েছে ২৭.১৭ কোটি রুপি!

তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৬৪ কোটি রুপি! যেটি বছরের দ্বিতীয় হিন্দি সিনেমꦰা𝐆 হিসেবে প্রথম সপ্তাহে বড় আয়ের রেকর্ড!

একই সঙ্গে ছবিটির চতুর্থ দিনের অগ্রিম বুকিংও বেশ ভালো বলে জানা গেছে। ফলে বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, সিনেমাটি বছরের সবচেয়ে বেশি আয়কারী হিন্দি চলচ্চিত্রের তালিকায় প্রবেশ করতে যাচ্ছ। সঙ্গে সপ্তাহান্তে ছবিটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতেꩲ পারে বলে ধারণা করছেন, চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ।

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপ🅠েক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটলো। একই সঙ্গে ছবিটি মুক্তির পরে দর্শকদের প্রত্যাশা পুরণে সফলও হয়েছে বলে ধারণা করছেন ফিল্ম সমালোচকরা।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’-এর মতো এর সিক্যুয়ালেও অজয় দেবগনের স🐼ঙ্গে দেখা গেছে টাবু, রজত কাপু🔴র, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে গেছে ‘দৃশ্যম ২’ এর কাহিনি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

Link copied!