নিজ 🧔অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হলো আলোচিত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘কাঙ্গুভা’র এডিটর নিশাদ ইউসুফের মরদেহ। বুধবার (৩০ অক্টোবর) ভোরে নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় এই এডিটরের মরদেহ। দক্ষিণী ভারতের অভিনেতা সুরিয়া ও ববি দেওল অভিনীত বিগ বাজেটের এই ‘কাঙ্গুভা’ আগামী ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা বয়েছে। কিন্তু এই সিনেমাটি মুক্তির ঠিক দুই সপ্তাহ আꦯগে বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে পুরো কাঙ্গুভা টিম।
মালয়ালাম সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, রাত ২টা নাগাদ কোচির পানামপিল্লি নগরে নিজ অ্যাপার্টমেন্টে বহু জনপ্🥂রিয় সিনেমাটির এই এডিটরের মরদে𝄹হ পাওয়া যায়। তবে মৃত্যুর কারণ এখনও জানাতে পারেনি পুলিশ। যদিও আঞ্চলিক গণমাধ্যম তার মৃত্যুকে আত্মহত্যার সম্ভাবনা বলে রিপোর্ট করেছে। ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব কেরালার (এফইএফকেএ) ডিরেক্টরস ইউনিয়ন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশাদ ইউসুফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
চলচ্চিত্💮র সংস্থাটি বিখ্যাত সম্পাদকের একটি সিনেমা শেয়ার করে মালয়ালাম ভাষায় লিখেছে,চলচ্চিত্র এডিটর নিশাদ ইউসুফের অপ্রত্যাশিত মৃত্যু, যিনি পরিবর্তিত মালয়ালাম সিনেমার সমসাময়িক ভবিষ্যৎ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করেছিলেন, এমন কিছু নয় যা চলচ্চিত্র বিশ্ব দ্রুত মেনে নিতে সক্ষম হবে। এফইএফকেএ ডিরেক্টরস ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা।
শুধু ‘কাঙ্গুভা’ নয়, ইউসুফ বেশ কিছু দক্ষিণ ভারতীয় সিনেমার সম্পাদনা করেছেন। এরমধ্যে থাল্লুমালা, উন্ডা, ওয়ান, সৌদি ভেলাক্কা এবং আদিওস অ্যামিগোস উল্লেখযোগ্য। ইউসুফের হাতে আরও কিছু সিনেমার কাজ ছিলো। মেগাস্টার মো🍸হনলাল এবং ম্যামোট্টি অভিনীত আসন্ন ‘বাজুকা’ সম্পাদনা করছিলেন এই ইউসুﷺফ।