এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’। তার চেয়েও বেশি আলোচনা চলছে ববি দেওলকে নিয়ে। সিনেমায় খুব বেশ🧸ি সময়ের জন্য না হলেও যতটুকু সময় পেয়েছেন, পর্দায় নিজের ছাপ রেখেছেন তিনি। অভিনয়ের জন্য ববি প্রশংসিত হলেও ‘অ্যানিম্যাল’-এ তার চরিত্র নিয়ে সমালোচনা কম হয়নি। এক দিকে ছবি নিয়ে চলছে বিতর্ক। এরই মধ্যে বিমানবন্দরে এক অন্য এ ঘটনায় ন♏তুন করে আলোচনায় ববি।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, বিমানবন্দরে ববি দেওলকে দেখে সেলফি তোলার চেষ্টা করেন এক ভক্ত। কিন্তু ধাক্কা দিয়ে ওই ভক্তকে 🐽সরিয়ে দিলেন তিনি। এগিয়ে গেলেন নিজের গন্তব্যের দিকে। এই ঘটনা ঘটার পরেই ছড়িয়ে পড়েছে সেই ছবি। অনেকে মন্তব্য করেছেন, ছবিতℱে যেমন মেজাজে দেখা গিয়েছিল তাকে, বাস্তবেও তার মেজাজ তেমনই।
‘অ্যানিম্যাল🦄’-এ আব্রার নামক খলচরিত্রে দেখা যায় ববিকে। আগে দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় বিয়ে করে চরিত্রটি। শুধু তা-ই নয়, চরিত্রটি এতটা উগ্র ও নারীবিদ্♓বেষী যে, বিয়ের দিন প্রকাশ্যে স্ত্রীর ওপর জবরদস্তি শুরু করে, এমনকি বৈবাহিক ধর্ষণও করে।