৯৬ তম অস্কার আসরে সেরা অভি⭕নেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির হাতে। ‘ওপেনহাইমার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিন🐭েতা যিনি এই পুরস্কার জিতেছেন।
‘ওপেনহাইমার’ ছবিতে ‘পারমাণবিক বোমার ꧋জনক’💛 জে রবার্ট ‘ওপেনহাইমারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবি।
ব্র্যাডলি ক্রুপার (মায়🍌েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস) ও জাফ্রি রাইট-এর (আমেরিকান ফিকশন) সাথে লড়াই করে এই পুরস্কার জিতেছেন কিলিয়ান। যদিও কিলিয়ান মার্ফিই যে অস্কার জিতবেন, তা আগেই অনুমান করা হয়েছিল।
সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ♛𝔉্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।