সম্প্রতি ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফী। এছাড়াও ছাত্র আন্দোলন নিয়ে নির্মাতা আশফাক নিপুনও একটি কনটেন্ট তৈরি করার আগ্রহ প্রকাশ করেন। এবার সে তালিকায় যুক্ত হলেন নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।
জানালেন, ‘২৪ এর ফ্যাসিস্ট বিরোধী গণ আন্দোলন ও গণহত্যাকে উপজিব্য করে সিনেমা নির্মাণ করবেন তিনি। ফেসবুকে বান্নাহ লিখলেন, জুলাই ফ্যাসিস্ট বিরোধী ♌গণআন্দোলন ও গণহত্যা নিয়ে ফিল্মের কাজে নামলাম। প্রি প্রোডাকশন অন।ꦰ’
সামাজিক মাধ্যমে এ ঘোষণা দিতেই ব্যাপক আগ্রহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। এসময় মন্তব্য ঘরে শুভকামনায় ভরিয়ে দেন তারা। এছাড়াও সিনেমাটি নির্মাণ হলে সেখানে কী কী চরিত্র থাকবে, তা নিয়েও জানতে চান অনেকে। একজন জিজ্ঞাসা করেন, ‘নায়ক-নায়িক𝄹া কে হবেন’ মাবরুর রশীদ বান্নাহ উত্তরে বলেন, ‘ছাত্র-জনতা’।
গত ঈদে প্রচারিত অসংখ্য নাটকের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘আক্ষেপ’। গল্পটি মূলত বাবা ও একজন অটিস্টিক সন্তানের। নাটকে অভিনেতা মুশফিক 🐈ফারহান অটিস্টিকের যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন। এর আগে নির্মাতা বান্নাহর ‘সুইপার’ নাটক দিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন ফারহান।
সে সময় বান্নাহ জানিয়েছিলেন, ‘আক্ষেপ নাটকটি দেখে সཧিনেমায় একাধিক প্রযোজক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যারা একটু অন্যরকম সিনেমা বানাতে চান তারা চাচ্ছেন আমি সিনেমা করি। পরিচালক হিসেবে আমি মনে করি🔯, এটি একটি অ্যাচিভমেন্ট, যেটি দরকার ছিল। দর্শকদের পাশাপাশি সকলের কাছে আমি কৃতজ্ঞ।’