ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় মডেল অভিনেতা আরিফিন শুভ। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর 🎀দেশজুড়ে চলছে তাকে নিয়ে প্রশংসা। এ সিনেমায় তার অভিনয় দেখে সবাই মুগ্ধ। দর্শকদের এমন ভালোবাসায় ভাসছেন তিনি। এরই মাঝে আরিফিন শুভ নতুন সি🍰নেমার কথা জানালেন। তার এবারের সিনেমার নাম ‘নীলচক্র’।
সিনেমাটির পরি💦চালনা করছেন মিঠু খান। চিত্রন🌳াট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।
ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফ❀িল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এ সিনেমায় আরিফিন শুভ ছাড়াও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।
জানা গেছে, শিগগিরই শুরু হতে যাচ্ছে এ সিনেমার শুটিং। তবে কাজটি শেষ না করে এ ন🔴িয়ে বিস্তারিত বলতে ꧂নারাজ শুভ। শুধু বললেন, দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।
এর🌃ইমধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে।