• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অপু-সাইমনের ‘লাল শাড়ি’ মুক্তির সময় জানা গেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৩:৫১ পিএম
অপু-সাইমনের ‘লাল শাড়ি’ মুক্তির সময় জানা গেল

অবন্তি বিশ্বাস অপু, চলচ্চিত্রে ‘অপু বিশ্বাস’ নামেই পরিচিত। ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী তি🌄নি। দর্শকদের অনেক জনপ্রিয় সিনেমাও উপহার দিয়েছেন। এবার তিনি প্রযোজনায় নাম লেখালেন।

অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র। অপুর নতুন সিনেমা ‘লাল শাড়ি’ নির্মিত হচ্ছে সরকারি অনুদ﷽ানে। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার নায়ক হিসেবে পর্দায় দেখা যাবে সাইমন সাদিককে।

‘লাল শাড়ি’ চলচ্চিত্রের গল্প শুনেই মুগ্ধ হন সাইমন সাদিক। তিনি বলেন, “একটা ভিন্ন বিষয়ে এই ছবির গল্প লেখা হয়েছে। গল্প পড়েই শুরুতে মুগ্ধ হয়েছি। শুটিংয়ের পর তো মনে হয়েছে, একটা ভালো কাজের অংশ হ🔜তে পেরেছি।”

প্রযোজনার পাশাপাশি সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও 𝐆💮করছেন অপু বিশ্বাস। সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ।

পরিচালক বন্ধন বিশ্বাস ꧅জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন তারা।

বন্ধন বিশ্বꩲাস জানান, আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে তাদের। সে লক্ষ্য নিয়ে সব কাজ করছে পুর𓆉ো টিম। বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে তৈরি হয়েছে ‘লাল শাড়ি’।

বন্ধন বিশ্বাস বলেন, “আ🀅মাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প এই লাল শাড়ি। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। এ সিনেমায় আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকদের সিনেমাটি দেখাতে পারব।”

‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সে𝔉নগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলীসহ অনেকে। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে আছেন ইমন সাহা।

ঢাকার অদূরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের কৌড়ি গ্রামে শুটিং চলে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের। একটানা শুটিংয়ের মধ্য💞 দ💎িয়ে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের কাজ শেষ করেন পরিচালক।

Link copied!