আজ পবিত্র ঈদুল আজহা। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হবে ঈদ। অন্য দু’পাঁচজন সাধারণ মানুষের মতো শোবি💟জ তারকারাও পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দিয়ে থাকেন। আর কে কী কোরবানি দিচ্ছেন, তা জানার অপেক্ষায় থাকেন তাদের ভক্তরা।
জানা গেছে, এবারের ঈদে ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল ক༒োরবানি দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাদা রঙের একটি ছ💝াগলও কোরবানি এই চিত্রনায়িকা।
অপরদিকে, প্রতি বারের মত এবারও কোরবানি দিয়ে༺ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি একটি গরু কোরবানি দিয়েছেন।