• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফারজানা মুন্নীকে পাল্টা জবাব দিলেন অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০১:০৮ পিএম
ফারজানা মুন্নীকে পাল্টা জবাব দিলেন অপু বিশ্বাস
কৌশিক হোসেন -তার স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

বেশ কিছু দিন আগে গ🌼ানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর সঙ্গে অপু বিশ্বাসের কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সেখানে শুধুমাত্র ফারজানা মুন্নীর অংশটুকুই রাখা হয়। যা নিয়ে শুরু হয় নানা আলোচনা। সম্প্রতি সেই কল রেকর্ড প্রসঙ্গে অপু বিশ্বাসের দিকে অভিযোগ তুলেন মুন্নী। যার রেশ ধরে আবারও শুরু হয় নতুন আলোচনা। এবার মুন্নীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়েছেন অপু বিশ্বাস।

রোববার (১৭ ডিসেম্বর) ভোর ৪টা ৪৬ মিনিটে ২৮ মিনিট ৫৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, “আমি অত্যন্ত পছন্দ করি গানবাংলার মুন্নী ভাবি ও তাপস ভাইয়াকে।🍸 আমার এত বছরের ক্যারিয়ারে কখনো তাদের সঙ্গে দꦇেখা হয়নি। এমনকি গানবাংলা চ্যানেলটি কোথায় অবস্থিত—সেটাও আমি চিনি না। তাদের সাথে কথা হয়নি বা কাজ হয়নি। তবে হাতিরঝিল প্রাঙ্গণে অনেক বড় করে তারা একটি প্রোগ্রাম করেছিল। আমি যদি ভুল না করে থাকি, সেখানে বাংলাদেশের প্রত্যেক আর্টিস্ট পারফর্ম করেছে। খুবই ভালো কথা।”

অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট। 

এরপরেই ফারজানা মুন্নীর সেই ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে নায়িকা বলেন, “একমাস আগে আপনারা দেখেছিলেন যে, মুন্নী ভাবি ফেসবুকে একটি স্টꦯ্যাটাস দিয়েছিলেন। যার নামটা বলতে আমার ঘৃণা লাগে, কিন্তু নাম কিছু কিছু জায়গায় উল্লেখ না করলে বুঝতে অসুবিধা হয়। আজকে শুধুমাত্র আপনাদের ক্লিয়ার করার জন্য নামটা বলতে হচ্ছে। সেটি হচ্ছে বুবলী। বুবলীর একটি কথা নিয়ে মুন্নী ভাবি স্ট্যাটাস দিয়েছিল এরকমভাবে যে, বুবলী অ্যা🌜ন্ড তাপস হ্যাভিং রিলেশনশীপ।”

মুন্নির সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে অপু বলেন, “এই যে তার (ফারজানা মুন্নী) সংসারে টানাপোড়েন, তা তৃতীয় পক্ষের জন্য। যে তৃতীয় পক্ষ আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। সরি টু সে ভাবি; আপনি যেমন একটি ইনফরমেশন দিয়েছেন যে, একটি ফোন এসেছে রাত ৩টায়। সেখানে অপু বিশ্বাস লেখ♚া। কাইন্ড ইওর ইনফরমেশন, ট্রু-কলারে যে নামটা দিয়ে রেজিস্ট্রার করা হয়, সে নামটা ভেসে আসে। আমার নম্বরটি থেকে যদি আপনার নম্বরে কল যায়, তাহলে ওখানে নাম উঠবে আব্রাম খান। কারণ, আমার ওইভাবে রেজিস্ট্রি করা (যদিও অপু বিশ্বাসের নাম্বারটি ট্রু-কলারে সন্ধান করলে অভিনেত্রীর নামই দেখাচ্ছে)। মুন্নী ভাবি আমাকে প্রথমে ফোন করেছিল মোবাইল ফোনে। তখন তাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে বলি। কারণ, বিষয়টি সেনসেটিভ। আমার সাথে কিন্তু ওনার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে।”

ঢালিউড কুইন খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, “উনি (ফারজানা মুন্নী) এতটা ডিস্টার্ব ছিল যে, আমার কোনো কথাই বলতে হয়নি। নিজেই বলছিল। তিনি আমাকে বলেছেন, ‘আমি আর এই সংসারে থাকব না’। আমি তখন তাকে বলেছি, ‘ভাবি আপনি আমꦺাকে অপু ডেকেছেন না! আমাকে আদর করেছেন না! ওই মহিলার (বুবলী) ইনটেনশন হচ্ছে, প্রতিটা সংসার ভাঙানো। শাকিব অত্যন্ত সরল-সোজা একজন মানুষ। সেই সরল-সোজা মানুষকে যা-তা করে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। আমি আপনার ক্ষেত্রে এমনটা হতে দেব না। দরকার হলে বলেন, আমি ভাইয়ার সঙ্গে কথা বলব। আপনি ভাইয়াকে ছেড়ে যাবেন, এটা স্বপ্নে চিন্তা করবেন না। আপনি যদি এই কাজ করেন, তাহলে এখনই ফোনটা কেটে দেব’। আমি যখন তাকে বললাম, আমি ভাইয়ার সাথে কথা বলি। তখন ভাবি বলল, ‘অপু তোমাকে সে তার কাছে এতটা খারাপ বানিয়েছে যে, তুমি কীভাবে কথা বলবা। সেই স্পেসটাই তো রাখেনি’। আমার বাচ্চাকে নিয়ে সে (বুবলী) বাজে মন্তব্য করেছে।”

অভিনেত্রী আরও বলেন, “ভাবি (ফারজানা মুন্নী) বলছিল, আমি তাকে প্রশ্ন করছিলাম। সে উত্তর দিচ্ছিল। ভাবি আপনি💛 স্ট্রং পারসোনালিটির মানুষ। আমি এখনো আপনাকে রেসপেক্ট করি। তাহলে অযথা কেন আমার মতো নির্দোষ মেয়ের🌺 সম্মানহানী করবেন!”

এছাড়াও ভিডিও বার্তায় ফারজানা মুন্নির সঙ্গে তার হোয়াটসঅ্যাপে 🍨বার্তা আদান-প্রদানও দেখান অপু। কয়েকটি বার্তা পড়েও শোনান এই অভিনেত্রী।

এর আগে গত ৪ নভেম্বর মুন্নী তার ফেসবুকে লেখেন, “তাপস ও বুবল𝔉ী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস কর꧙ছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস ও বুবলী দুজনেই দায়ী থাকবে।” যদিও তার কিছু সময় পরে স্ট্যাটাস মুছে দেন মুন্নী।  

Link copied!