• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ডার্ক জাস্টিস’ এ অন্য এক অপূর্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৮:০৮ এএম
‘ডার্ক জাস্টিস’ এ অন্য এক অপূর্ব
‘ডার্ক জাস্টিস’ পোস্টার । ছবি: ফেসবুক থেকে

এর আগে সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘লিডার- আমি বাংলাদেশ’ সিনেমাটি বানিয়েছিলেন নির্মাতা তপু খান। এবার ছোটপর্দার জন্য তিনি নির্মাণ করলে꧙ন সাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক জাস্টিস’।

এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। তার বিপরীতে রয়েছেন সায়লা সাবী। আকবর হায়দার মুন্⛎নার গল্পে নাটকটি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশ করা হয় ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে। ১ ঘণ্টা ৩৫ মিনিটের নাটকটি প্রকাশ্যে আসার পর আদালতের বিচারকের আসনে দেখা গেলো অপূর্বকে।  পরিচালক তপু খান বলেন,আমরা যেরকম থ্রিলার গল্প দেখি ‘ডার্ক জাস্টিস’ তার বাইরের ব্যতিক্রমী একটি গল্পের। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। জিয়াউল ফারুক ✱অপূর্ব বলেন, গল্পটা অ্যাকশনধর্মী। চরিত্রটাও আমার জন্য নতুন।

দর্শক টিজার, 𒆙ট্রেলারের প্রশংসা করেছেন। এখন পুরো কন্টেন্ট মুক্তি পেয়েছে একদিনও হয়নি। বেশ ভালো সাড়া পাচ্ছি।অপূর্ব-তটিনী ছাড়াও এতে অভিনয় করছেন রাশদ মামুন অপু, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, মাখনুন সুলতানা মাহিমা, শায়লা সাবি, সরন কে সাহা, জয় রাজসহ আরও অনেকে।

Link copied!