• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘অন্তর্জাল’ সিনেমার মুক্তির দিন ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৪:৪১ পিএম
‘অন্তর্জাল’ সিনেমার মুক্তির দিন ঘোষণা

মুক্তির ঘোষণা দিয়েও ঈদুল💝 আজহায় প্রেক্ষাগৃহ থেকে সরে দাঁড়ায় বহুল প্রতীক্ষিত দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা ‘অন্তর্জাল’। তখন জানানো হয়েছিল, কিছু টেকনিক্যা𝓡ল সমস্যার কারণে সিনেমাটির মুক্তি পেছানো হচ্ছে। এরপর তারা নতুন মুক্তির তারিখ ঘোষণা করে ২১ জুলাই। তবে, আবারও পেছাল সিনেমাটির মুক্তি তারিখ। জানা গেছে, ‘অন্তর্জাল’ দেশ ব্যাপী মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। তাদের অফিশিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রোববার (০৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে নির্মাতা দীপংকর দীপন জানান, আসছে সেপ্টেম্বরের আট তারিখ একসঙ্গে বিশ্বের ৫ মহাদেশে মুক্তি পܫাবে স꧋িনেমাটি।  

‘অন্তর💎্জাল’ সিনেমায় লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। চরিত্রটি দেশের জন্য সর্বাদা নিজেকে নিয়োজিত রাখে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্র♑ে। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। যার চরিত্রের নাম প্রিয়ম। তিনি রোবোট নিয়ে কাজ করেন।

এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছে꧂ন এবিএম সুমন, কিটো ভাই মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দারসহ অনেকে।  

‘অন্তর্জাল’র চলচ্🌞চিত্রের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

Link copied!