• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘মালা’র জন্মদিনে ঢাকার মঞ্চ মাতালেন অঞ্জন দত্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৪, ১১:৪৪ এএম
‘মালা’র জন্মদিনে ঢাকার মঞ্চ মাতালেন অঞ্জন দত্ত
মঞ্চ মাতাচ্ছেন সংগীত শিল্পী অঞ্জন দত্ত। ছবি: সংবাদ প্রকাশ

এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার। এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার। অঞ্জন দত্তের বিখ্যাত এই গান ‘মালা’।  ℱমালার জন্মদিনের ঢাকার মঞ্চ মাতালেন দুই বাংলার জনপ্রিয়🤪 সংগীত শিল্পী অঞ্জন দত্ত।  শনিবার (১১ মে) রাতে ঢাকার মঞ্চ মাতান জনপ্রিয় এই শিল্পী।

এসময় মালার ৩২তম জন্মদিনের কেকও কাটেন অঞ্জন দত্ত। ১৯৯৩ সালে রিলিজ হয় মালা শিরোনামের গানটি। গানের কথায় থাকা ১২ মে উপলক্ষে বিপুℱল জনপ্রিয় গানের চরিত্র মালার স্মরণে পূর্বাচলের ঢাকা এরিনাতে কনসার্টের শেষে কেক কাটেন দুই বাংলার শ্রোতাপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা।

সন্ধ্যায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ কনসার্ট মাতিয়ে রাখেন দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী। জনপ্রিয় ಞএই শিল্পীর গান প্রাণ ভরে উপভোগ করেন কনসার্ট🅷ে আগত দর্শকরা।

এছাড়াও, ‘বেলা বোস’, ‘রঞ্জনা’, ‘ম্যারি অ্যান’ কিংবা ‘বৃষ্টি দেখেছি’ গানের মতো অসংখ্য শ্রোতানন্দিত গান উপহাꦚর দিয🌼়েছেন অঞ্জন দত্ত। দুই বাংলার শ্রোতাদের হৃদয়ের খুব কাছে থাকেন তিনি।

 

Link copied!