• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২৫০ জনের দল নিয়ে হজে যাচ্ছেন অনন্ত জলিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৯:৫৪ এএম
২৫০ জনের দল নিয়ে হজে যাচ্ছেন অনন্ত জলিল
অনন্ত জলিল। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। হাতে একাধিক বিগ বাজেটের সিনেমার কাজ 🤡অনন্ত জলিলের। এর মধ্যেই খবর, পবিত্র হজ পালনে যাচ্ছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই।

সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ২৫০ জনের দল নিয়েꦏ সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন এ তারকা। অনন্ত জল🐻িল বলেন, “আমরা বড় একটা টিম যাচ্ছি হজে। ২৫০ জনের একটা টিম। সঙ্গে অনেক হাজি যাচ্ছেন। জানি না কার দোয়া কবুল হবে! তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো।”

গত বছর শেষদিকে সপরিবার ওমরাহ পালন করেন অনন্ত জলিল। সে সময় এক ফেসবুক পোস্টে বর্ষা লিখেছিলেন, “আলহামদুল্লিলাহ, অবশেষে আসতে পারলাম। ঘুরে দেখলাম মদিনা। মুগ্ধ হয়ে গ𒊎েলাম সবকিছু দেখে, সুবহানল্লাহ। সবাই দোয়া করবেন, আমার সন্তানদ🎶ের জন্য।”

এদিকে বর্তমানে অনন্ত-বর্ষা দু’জনেই ব্যস💖্ত আছেন ব্যবসায়িক কাজে। গত ৩০ মার্চ রাজধানীর নিউমার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুম উদ্বোধন করেছেন অনন্ত। আর বর্ষাও চলতি মাসে নতুন ব্যবসা করার ঘোষণা দিয়েছেন।

Link copied!