ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বর্তমান সময় কাটছে ছেলে পদ্ম’কে ঘিরে। আদরের ছেলেকে নিয়ে তার উচ্ছ্বাস আগ্রহের কমতি নেই। প্রাক্তন স্বামী নায়ক রাজ’র সঙ্গে বিচ্ছেদের পর ছেলের নাম শাহীম মুহম্মদ রাজ্যের পরিবর্তে নতুন নাম রেখে🌺ছেন ‘শাহীম মুহম্মদ পদ্ম’। ছেলে পদ্ম’কে নিয়েই আনন্দ-উচ্ছ্বাসে এখন দিনরাত পার করছেন সুন্দরী এই অভিনেত্রী।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) পরী’🏅র ভেরিফায়েড ফেসবুকে মা- ছেলের চোখজুড়ানো মায়াময় কয়েকটি ছবি দিয়ে এক স্ট্যাটাসে ছেলে পদ্ম’কে নিয়ে তিনি লিখেছেন-“এত সহজে সে সব বুঝে যায়, এত অল্পতেই সে সব শিখে যায় ! আমি শুধু অবাক হয়ে থাকি। আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। মাশাআল্লাহ! ❤️”
অভিনেত্রীর এই স্ট্যাটাসে🥂 তার ভক্তরা মা ও ছেলের জন্য বিভিন্নভাবে শুভ কামনা জানিয়ে দোয়া করেছেন।