সব তারকার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নিয়েছে ইলন মাস্কের ট🌳ুইটার। যারা তাদের নিয়মে অর্থ পরিশোধ করবেন, তারা শুধু ফেরত পাবেন এই নীল টিক চিহ্ন। বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনকেও টাকা দিয়ে ব্লু টিক ফিরে পেতে হয়েছে🐈। আর ব্লু টিক ফিরে পয়ে বলিউড শাহেনশাহ গেয়ে উঠলেন, “তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক।”
এর আগে ব্লু ♋টিক হারিয়ে টুইটারে অমিতাভ লিখেছিলেন, “আমি যে আসল অমিতাভ, তা লোকে বুঝবেন কী করে?” অমিতাভের সে টুইটে কাজ হয়। নামের পাশে ‘ব্লু টিক’ ফেরত পান তিনি। এরপরও মাস্ককে নিয়ে মজা করতে ছাড়েননি অভিনেতা। ‘ব্লু টিক’ ফিরে পেয়ে মাস্কের উদ্দেশে তিনি লেখেন, “মাস্ক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নামেꦬর আগে নীলপদ্ম ফিরে পেলাম। কী করে যে অনুভূতি বোঝাই! গান গাইতে মন চাইছে। শুনবেন? শুনেই নিন : ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্যায় মাস্ক’।”
অমিতাভের এ টুইট ভাইরাল হয়েছে নেটে। কিন্তু এর উত্তরে মাস্ক কিছু লেখেন কিনা, তা নিয়ে অনেক নেটিজেন মনোযোগী। টুইটারে অমিতাভের ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৮০ লাখেরও বেশি।