বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের দূরত্ব বে𒈔ড়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও নানা কর্মকাণ্ডে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন স্পষ্ট হচ্ছে। এরমধ্যেই জানা গেল, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঐশ্বরিয়াকে আনফলো করেছেন শ্বশুর অমিতাভ বচ্চন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বিগ বি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩৬ মিলিয়নের বেশি। অমিতাভও অনুসরণ করতেন ৭৫ জনকে। সেই সংখ্যা কমে এখন ৭৪ এর কোটায়। কারণ অমিতাভ আ♑নফলো করে দিলেন ছেলের বউ ঐশ🐓্বরিয়াকে। আর এতে করেই বিচ্ছেদের গুঞ্জনে তিনি যেন আরও ঘি ঢেলে দিলেন।
সম্প্রতি খবর রটেছে বিয়ের আংটি খুলে ফেলেছেন ঐশ্বরিয়া। এর কয়েকদনি আগে শোনা যাচ্ছিল, বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেকও। বিচ্ছেদ-নাটক প্রতি মুহূর্তে রঙ বদলাচ্ছে এই জুটির মধ্যে। তবে প্রকৃতপক্ষে অভিষেক-ঐশ⭕্বরিয়ার মধ্যে ঠিক কী হচ্ছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে না।
২০০৭ সালে অভিষেক বচ্চন♊ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরꦯিয়া রায়। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন দুজনের। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।