বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল ꦚজিজি হাদিদ। এ সময় তার এক ঘনিষ্ঠ বন্ধু সঙ্গে ছিলেন।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, সম্💧প্রতি প্যারিস ফ্যাশন উইকে অংশগ্রহণ করেছিলেন জিজি। সে উপলক্ষ্যেই ছিলেন ফ্রান্সে। সেখান থেকে ফেরার সময়ে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, যদিও তাদের কাছে খুব কম পরিমাণেই মাদক ছিল। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্🅘দেহে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে মুক্তি পান জিজি ও লিয়া।
🍌তবে জিজি হাদিদের প্রতিনিধি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই মার্কিন মডেল মেডিকেল লাইসেন্স নিয়ে෴ বৈধভাবে কেনা গাঁজা নিয়ে ভ্রমণ করেছেন। তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। এ কারণেই জিজি হাদিদ বাকি কয়েকদিন আইল্যান্ডে নির্বিঘ্নে ছুটি কাটিয়ে ফিরেছেন।