দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আজ (৮ এপ্রিল) তার জন্মদিন। আর এ দিন তিনি ভক্তদের রীতিমত চমকে দিলেন। প্রকাশ পেয়♔েছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার টিজার।
এক মিনিট আট সেকেন্ডের টিজারটিতে দেখা গেছে, পুষ্পরাজ আল্লু অর্জুনের মুখে রং, পরনে শাড়ি, পায়ে ঘুঙুর। হাতে ত্রিশূল নি♎⛎য়ে হাঁটছেন। লড়াই করছেন শত্রুদের সঙ্গে। এ সময় তার কানে পরা দুল, চোখে কাজল।
‘পুষ্পা২ : দ্য রুল’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভক্তদের প্রত্যাশা, নতুন রেকর্ড করবে সিনেমাটি। ইতোমধ্যে চার ঘণ্টায় টিজা✨রটি দেখেছে ৮০ লাখেরও বেশি মানুষ। যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে এই ভিউ।
সব ঠিক থাকলে চলতি বছরের ১৫ আগস্ট ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পা▨বে, এমনটাই জানিয়েছ🌃ে সিনেমাটির নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।