দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার ‘পুষ্পা: দ্য রা𓆏ইজ’ মুক্তির পরপরই তুলেছিল বক্স অফিসে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবিটি 🍒আকাশচুম্বী জনপ্রিয়তায় পেছনে ফেলে দিয়েছিল অনেক ছবিকেই। বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল ছবিটি। তারপর থেকেই ছবির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ বানানোর অপেক্ষায় যতটুকু না পরিচালক ছিলেন তারচেয়েও বেশি অপেক্ষায় এর দর্শক ও অনুরাগীরা।
২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’। যার পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুনের ভক্তরা। অবশেষে ফুরোচ্ছে সেই অপেক্ষার প্রহর। 🥃এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবির প্রথম টিজার। জানা গেছে, চলতি বছরের ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই ছবি। তবে পুষ্পা লাভারদের জন্য জন্য খুশির খবর হলো, দ্বিতীয় কিস্তি মুক্তির ৬ মাস আগেই ‘পুষ্পা ৩’ নির্মাণের ঘোষণা দিলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন।
বার্লিনেল ফিল্ম ফেস্টিভালের মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশ নিয়ে আল্লু জানান, ‘পুষ্পা টু’র পর আসবে ‘পুষ্পা থ্রি’।
‘পুষ্পা’র তৃতীয় ভাগ ♒সম্পর্কে আরও বলেন, ‘পুষ্পা ৩’-এর জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পার তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা ভাবনা আছে। সেটা ইতিমধ্যেও ছকেওಞ ফেলেছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’ এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ চড়েছে ভক্তদের। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।
আর এই খবর প্রকাশ্🎃যে আসতেই দর্শকের উ💃ত্তেজনার পারদ চড়েছে। এদিকে ‘পুষ্পা’র প্রথম কিস্তির সাফল্যের পর ‘পুষ্পা টু’-এর সাফল্যও সুনিশ্চিত।
এরপর ‘পুষ্পা থ্রি’ আল্লু অর্জুনের জন্য ‘ট্রাম্🐟প কার্ড’ হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। আল্লু নিজেকে প্যান ইন্ডিয়ান সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সেই লক্ষ্যে ভেবেচিন্তে এগোচ্ছেন। অভিনেতার হাতে আছে অ্যাটলি ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো নির্মাতার ছবি। এই ছবিগুলো যদি ব্যর্থও হয়, ‘পুষ্পা থ্রি’ দিয়ে ফিরতে পারবেন অভিনেতা।
গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দে🤡খে নেট দু🍒নিয়ায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এমন লুকে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা।
পরনে শাড়ি, গলায় লেব﷽ুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। দ্বিতীয় বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।