দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন তারা। বুধবার সেই প্রেম পরিণতি পেল। বিয়ে করলেন অনুরাগ-কন্যা আলিয়া কাশ্যপ ও উদ্যোগপতি শেন গ্রেগ।&n𓆉bsp;
গত বছর বালিতে গিয়ে অনুরাগ-কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শেন। গত সপ্তাহ থ💖েকে শুরু🙈 হয়েছিল প্রাক্ বিবাহ পর্ব।
বিয়ের জন্য রঙিন পাথরখচিত হালকা গোলাপি রঙের একটি লে♔হঙ্গা বেছে নিয়েছিলেন আলিয়া। চুল ছিল খোলা। মাথায় ঘোমটা। সঙ্গে মানালসই গয়না। অন্য দিকে শেন পরেছিলেন একটি সোনালি রঙের শেরওয়ানি। বিয়ের🥂 সোহাগী মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন আলিয়া। জীবনের সঙ্গীর ঠোঁটে ঠোঁট রাখার ছবি নজর কেড়েছে নেটাগরিকের।
গায়েহলুদে বর ও কনে দুজনেই রং মিলিয়ে হলুদ পোশাক পরেছিলেন। মেহেন্দি অনুষ্ঠানের♎ সঙ্গে বসেছিল খানাপিনার আসর। এ দিন গাঢ় সবুজ রঙের পোশাকে দেখা যায় দুজনকেই। প্রতিটি অনুষ্ঠানে বর-কনের সঙ্গে মধ্যমণি ছিলেন অনুরাগও। মেয়ের প্রাক্বিবাহ অনুষ্ঠানে পরিচালককে নাচতেও দেখা গিয়েছে।
বিয়েরꦬ আসরে বসেছিল বলিতারকাদের মেলা। উপস্থিত ছিলেন সুহানা খানꦛ, খুশি কপূর, বেদাঙ্গ রায়না, ববি দেওল, এসেছিলেন সপরিবার সানি লিওন, ইমতিয়াজ় আলি, নওয়াজ়উদ্দিন সিদ্দিকি, কল্কি কেকলাঁ এবং ওরি।