বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক ভাঙনের। তবে সম্প্রতি একটি সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে ছবি তুলে দূরত্ব 🐓ভুলে কাছে এসেছিলেন এই তারকা যুগল। আবার এখন খবর পাওয়া যাচ্ছে, এবার ঐশ্বরিয়া খꦬুলে ফেলেছেন বিয়ের আংটি।
দীর্ঘ দুই দশকের বেশি সময়ের দাম্পত্য ঐশ্বরিয়া রায় ও অভিষেক রায় বচ্চনের। প্রায় ১৬ বছরের দাম্পত্যে হঠাৎ চিড় ধরেছে। এই যেমন কয়েকদনি আগে শোনা যাচ্ছিল, বিয়ের আংটি খুলে ফেলেছেন🌠 অভিষেক। আবার অভিষেকের বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। এরমধ্যে আবার শোনা গেল, অভিমান ভুলে এক হয়েছে বচ্চন পরিবার। বিচ্ছেদ-নাটক প্রতি মুহূর্তে রঙ বদল💙াচ্ছে এই জুটির মধ্যে। তবে প্রকৃতপক্ষে অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে ঠিক কী হচ্ছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে না।
২০০৭ সালে বিগ বি-পুত্র অভিষেকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। তার পর থেকে অনামিকায় অভিষেকের দেওয়া বহুমূল্যের হীরের আংটি ছিল তার সঙ্গী। মাঝে মধ্যে অবশ্য নোয়া পরতেও দেখা যেত তাকে। কিন্তু এ বার দ্য আর্চিজ এর প্রিমিয়ারে এসেছিলেন ঐশ্বরিয়া। সেখানেই দেখা গেছে অভিনেত্রীর আঙুল থেকে উধাও বিয়ের আংটি। বিয়ের পর থেকে কখনও আংটি খোলেননি অভিনেত্রী। শুটিং থাকলেও আংটির অবস্থান বদল হয়নি। 🐲কিন🍷্তু এ বার হঠাৎ কী হলো! যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।