• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আবারও সন্তানের বাবা–মা হলেন বাপ্পা–তানিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৪:৩৮ পিএম
আবারও সন্তানের বাবা–মা হলেন বাপ্পা–তানিয়া
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া। ছবি: সংগৃহীত

আবারও সন্তানের বাবা–মা হলেন নন্দিত সংগীতশিল্পী বাপ্পা 📖মজুমদার ও অভিনেত্রী তানিয়া। এবারও কন্যাসন্তানের বাবা-𒁃মা হয়েছে এই দম্পত্তি। সন্তানের বাবা হওয়ার খবরে ভীষণ উচ্ছ্বসিত গায়ক বাপ্পা।  সেই আনন্দের খবর গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন তিনি ।

সোমবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর একটꦆি বেসরকারি হাসপাতালে ভূমিষ্ঠ হয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল অভিনেত্রী তানিয়া দম্পতির মেয়ে। চিকিৎসক🎃 নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের।

বাপ্পা মজুমদার বলেন, ‘এ সত্যিই ভীষণ আনন্দের অনুভূতি। ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জ💧ন্য দোয়া চাই। মা–মেয়ে দুজনেই সুস্থ আছে।’ গতকাল রোববার বাপ্পা মজুমদারের অভিনয়শিল্পী ও উপস্থাপিকা স্ত্রী তানিয়া হোসাইনকে হাসপাতালে ভর💮্তি করানো হয়।’

এই গায়ক আরো জানান, এখনো নাম ঠিক করা হয়নি। বাপ্পা–তানিয়ার প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা🀅র জন্ম ২০১৯ সালের ডিসেম্বরে।

২০১💯৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। পরে ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাঁদের।

Link copied!