• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফের ‘পরাণ’ এ মাতবে সিনেপ্লেক্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৭:০৮ পিএম
ফের ‘পরাণ’ এ মাতবে সিনেপ্লেক্স

মুক্তির দেড় বছর পর ফের ‘পরাণ’-এ মাতবে সিনেপ্লেক্স। রোজায় মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত ব্যবসা সফ🧸ল সিনেমা ‘পরাণ’। ২০২২ সালের (১০ জুলাই) ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল ‘পরাণ’। রায়হান রাফীর পরিচালনায় ছবিটি মুক্তির পর দেশজুড়ে সাড়া ফেলে দেয়। হয়েছিল ব্লকবাস্টার। ‘পরাণ’র শরিফুল রাজ, মীম, ইয়াশ রোহানের ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে মজেছিল দর্শক। সেই ‘পরাণ’ দেড় বছর আবার চলবে সিনেপ্লেক্সজুড়ে!

স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ খবরটি জানিয়ে বলেন, শুক্রবার (ಞ৮ মার্চ) থেকে সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার (মিরপুর), বালি আর্কেড (চট্টগ্রাম)-এর শাখাগুলোতে ‘পরাণ’ চলবে। শুক্রবার থেকে🍸 চারদিন তিন শাখায় ১০টি শো চলবে! পরের তিনদিন সাতটি শো চলবে। রমজানের মধ্যে যদি দর্শক সিনেমা দেখতে থিয়েটারে আসেন তবে আমরা ‘পরাণ’র শো কন্টিনিউ করবো।

স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা আরও বলেন, মানসম্মত নতুন সিনেমা আসছে না। যেসব সিনেমাগুলো নিকট অতীতে সাড়া ফেলেছিল সবগুলো ওটিটিতে পাওয়া যাচ্ছে। একমাত্র ‘পরাণ’ ওটিটিতে নেই। এ কারণে আমরা ‘পরাণ’ প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও দুবার এভাবে প্রদর্শন করেছিল। তখনও বেশ ভা⛦লো চলে ছবিটি। তাছাড়া মুক্তির পর সিনেপ্লেক্স থেকে ‘পরাণ’ রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল।

লাইভ টেকনোলজিস এর প্রযোজনায় নির্মিত ‘পরাণ’ শুধু বাংলাদেশ নয়, মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ব্যাপক সাফল্য পে♛য়েছিল। এই  ছবিতে আ💦রও অভিনয় করেছিলেন রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

ব্যব꧟সায়িক সাফল্যের পাশাপাশি ‘পরাণ’ থেকে ২০২২ সালে একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

Link copied!