• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন ভেন্যুতে বিকেলে জালের কনসার্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১১:২৯ এএম
নতুন ভেন্যুতে বিকেলে জালের কনসার্ট

নতুন ভেন্যুতে  শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের  🍌কনসার্ট।  যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে  অনুষ্ঠিত হবে কনসার্টটি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন তাদের ফেসবুক পেজ🐟ে এ  তথ্য জানায়।

এর আগে শুক্রবার রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় এই ওপেন কনসার্টটি হওয়ার কথা ছিল। শে🌄ষ মুহূর্তে জানানো হয়, বৃষ্টির কাಞরণে তা স্থগিত করা হয়।

দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে গান গাইতে বুধবার রাতে ঢাকায় পৌঁছায় জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। এই কনসার্টের ไমাধ্যমে জালের  ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি ও বাংলাদেশের ব্যান্ড ভাইকিংসের ২৭ বছর পূর্তি উদযাপন করার কথা জানানো হয়। এই কনসার্টে ঢাকার তিন ব্যান্ড  অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশনও থাকার কথা রয়েছে।

এই কনসಞার্টের আয়োজক প্রতিষ্ঠান হিসেবে অ্যাসেনের সঙ্গে জির্কোনিয়াম, ইন অ্যাফജিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্সও রয়েছে।

এদিকে, গেট সেট রকের ওয়েবসাইটে টিকিট বিক্রি করেছেন আয়োজকরা। সেখানে টিকিটের দাম নির্ধারণ করা🍰 হয় ৩ হাজার ৫০ ⛄টাকা। 

Link copied!