• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিবের পর এবার দেবের বিপরীতে ইধিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৭:৫২ পিএম
শাকিবের পর এবার দেবের বিপরীতে ইধিকা
শাকিব খান-দেব- ইুধকা পাল

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর ক্যারিয়ার চাঙ্গা হয়েছে ইধিকা পালের। এবার দেবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত এই অভিনেত্রী । ‘খাদান’ শিরোনামের এই ছবিতে দেবের বিপরীতে শিগগিরই দেখা যাবে তাকে।

দেবের মতো অ♏ভিনেতার বিপরীতে অভিনয়ের  সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইধিকা বলেন, ‘‘খুব ভাল লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই প্রিয়তমা’র মতো এবারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’’

এর আগে সোহম চক্রবর্তীর💦 সঙ্গে টলিউডে একটি ছবির শুটিং শুরু করেছিলেন ইধিকা। সেই ছবির শুটিং এখনও বাকি রয়েছে।

‘বাঘা যতীন’-এর প্রিমিয়ারে দেবের সঙ্গে দেখা হয়েছিল ইধিকার। নতুন ছবিটি দেবের সঙ্গে এক প্রস্ত মিটিংও সেরেছেন তিনি। দেব পর পর নতুন অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন। এই বিষয় নিয়ে ইধিক🤪া বেশ খুশি। তাঁর কথায়, ‘‘এটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক। আমিও তো 🤡এক সময় নতুন ছিলাম। দেব যে নতুনদের নিয়ে ভাবে এবং তাদের সুযোগ দেয়, এটা খুবই ভাল পদক্ষেপ।’’

ঢালিউডের ‘কবি’ নামের একটি ছবিতে শরিফুল রাজের বিপরীতে থাকছেন ইধিকা। সেই ছবির শুটিং চলছে। এক সময় সিরিয়ালের মা🀅ধ্যমেই টলিউডে পা রেখেছিলেন ইধিকা। তিনি কি সিরিয়ার থেকে আপাতত দূরত্ব বজায় রাখবেন? ইধিকার সহজ উত্তর, ‘‘আজকে যেখানে রয়েছি, সেটা কিন্তু সিরিয়ালের দৌলতে। ছবিতে অভিনয় করার স্বপ্ন দেখতাম। আজকে যখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, তখন একটু মন দিয়ে সিনেমাতেই কাজ করতে চাই।’’ 

Link copied!