বিবাহবিচ্ছেদের মাত্র &nbs✅p;১০ দিন পার হতেই প্রেমের গুঞ্জন উঠল তামিল সিনেমার জনপ্রিয় নায়ক জয়ম রবির বিরুদ্ধে। ৯ সেপ্টেম্বর মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) বিবৃতি পোস্ট করে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছ♔িলেন এই নায়ক। তিনি জানান, স্ত্রী আরতির সঙ্গে আলোচনা করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
১৫ বছরের দাম্পত্য জীবনে রবি-আরতির দুটো পুত্রসন্তান রয়েছে। ক𓃲িন্তু রবির সন্তানেরা ও তার স্ত্রী আরতি কেউই বিচ্ছেদের ঘোষণার বিষয়ে জানতেন না। গত ১১ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একট🥂ি বিবৃতি প্রকাশ করে এমনটাই দাবি করেন আরতি।
এদিকে তামিল একটি ম্যাগাজিন খবর প্রকাশ করে, বেঙ্গালুরুর সংগীতশিল্পী ক𝓀েনিশা ফ্রান্সিসের 💜সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রবি। গোয়াতে তারা সাক্ষাৎ করেছেন।
বিষয়টি নিয়ে 🍬নায়ক জয়ম রবি মুখ খুলেছেন। তিনি বলেন, ‘বাঁচুন এবং বাঁচতে দিন। এর মধ্যে অন্যকে টেনে আনবেন না। মানুষ এলোমেলো কথা বলছেন। এ ধরনের কাজে লিপ্ত হবেন না। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত থাকতে দিন। কেনিশা এমন একজন ব্যক্তি যে, ৬০০ স্টেজ শোয়ে গান গেয়েছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের এই পর্যায়ে এসেছেন; অনেকের জীবন বাঁচিয়েছেন তিনি। কেনিশা একজন লাইসেন্সপ্রাপ্ত মনো🐬বিজ্ঞানী।’
এℱ গায়িকার সঙ্গে একটি নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে জয়ম রবি বলেন, ‘কেনিশা এবং আমি একটি নিরাময় কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছি। এটাই আমাদের লক্ষ্য। আমরা অনেক মানুষকে সাহায্য করতে চাই। দয়া করে এটিকে নষ্ট করবেন না, কেউ এ♎টিকে নষ্ট করতে পারবেনও না। অযথা কাউকে জড়াবেন না।’
জয়ম রবি বিষয়টি নিয়ে কথা বললেও এখনো এই💮 নিয়ে খতা বলেননি গায়িকা কেনিশা।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে