বলিউড ✤অভিনেতা রনদীপ হুদা অভিনেত্রী লিন লাইশারামকে বিয়ে করছেন। শনিবার (২৫ ꦓনভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি বিয়ের ঘোষণা দেন এভাবে।
নিজের শে🅘য়ার কর൲া পোস্টে রনদীপ লেখেন, আমাদের কাছে দারুণ খবর আছে।
খবর গালফ নিউজ’র।
আগামী ২৯ নভেম্বর মনিপুরের রাজধানী ইমফালে 𒀰এই বিয়ে অনুষ্ঠিত হবে।&nb🎃sp;
ওই পোস্টের সঙ্গে একটি কার্ডের ছবি যুক্ত করে দেন ৪৭ বছর বয়সী রনদীপ। সেখানে লেখা রয়েছে, মহাভꦆারতে বলা আছে—অর্জুন মনিপুরী যোদ্ধা র𝔉াজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন। আমরাও বিয়ে করছি আমাদের পরিবার ও বন্ধু-বান্ধরের আশির্বাদ নিয়ে।
রনদীপ জ🌃ানান, ইমফালে বিয়ের পর মুম্বাইয়ে ছোট 𒈔পরিসরে অর্ভ্যথনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রনদীপ ও লিন কখনই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তারা প্রায়ই একে অপরের ছবি পোস্ট করতেন। এই দিওয়ালিতে তারা বেশ কিছু ছবি পোস্ট করে তাতে লেখেন✱, আমাদের কাছ থেকে আপনাদের জন্য, শুভ দিওয়ালি।
টক অব দ্য টাউন ছিল বলিউড তারকা রণদীপ হুদা আর সুস্মিতা সেনের প্রেম। সময়টা ২০০৬ থেকে ২০০৯ সাল– এ তিন বছর রণদীপ হুদার সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা। ‘কর্মা’ ও ‘হোলি’ নামে দুই ছবির শুটিংয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। যদিও তা শেষ হয় তিক্ততায়।