জনপ্রিয় মার্কিন টিভি অভিনেত൲া মাইক হেসলিন আর নেই। মাত্র ৩০ বছর বয়সে জীবনাবসান🅠 এই অভিনেতার। ‘লায়োনেস’, ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
অভিনেতার জীবনসঙ্গী নিকোলাস জেমস উইলসন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি জানিয়েছেন, মৃত্যুর আগে মাইক এক সপ্তাহ ꦰহাসপাতালে ♑লড়াই করেছেন। একাধিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তবে তার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।
নিকোলাস জেমস উইলসন জানিয়েছেন, মরণোত্তর অঙ্গদান করে দিয়ে গেছেন মাইক হেসলিন।
তার অঙ্গে জীবন বাঁচবে চার জন ব্যক্তির।
‘ইয়ংগার’, ‘দ্য ইনফ্লুয়েন্সার’, ‘সেভেন ডেডলি সিনস’ এবং ‘ই📖উ আর নেভার অ্যালোন’-এর মতো জনপ্রিয় কাজে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন হেসলিন। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিভি অঙ্গনে।