• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অভিনেতা ফজলুর রহমান বাবুর জন্মদিন আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ১২:৪৫ পিএম
অভিনেতা ফজলুর রহমান বাবুর জন্মদিন আজ
অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় 🍰অভিনেতা ফজলুর রহমান বাবুর জন্মদিন বৃহস্পতিবার (২২ আগস্ট)। প্রিয় এই অভিনেতার জন্মদিনে ‘সংবাদ প্রকাশ’ পরিবার থেকে শুভেচ্ছা। শুভ জন্মদিন।  

১৯৬০ সালের এই দিন ফরিদপুরে জন্মগ্রহণ করেন গুণী এই অভিনেতা।  ত🅰বে শৈশব কেটেছে গ্রামেই। তবে এখন তিনি ঢাকার বাসিন্দা।

বহুগুণে গুণান্বিত বাবু  থিয়েটার, নাটক ও সিনেমার পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও  প্রশংসা কুড়িয়েছে। তার কণ্ঠের একক গানের অ্যালবামও রয়েছে । গেয়েছেন মিশ্র অ্যালবামেও।
এ অভিনেতা পারিবারি🃏কভাবেই তার জন্মদিন পালন করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ জন্মদিনে শভিচ্ছে ভাসছেন জনপ্রিয় এই অভিনেতা। সামাজিক মাধ্যমে দেখা গেছে শুভেচ্ছার বন্যা।

অভিনেতা বাবু  ১৯৭৮ সালে ফরিদপুরে ‘বৈশাখী নাট্যগোষ্ঠীতে’ যোগদানের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। একই বছর তিনি প্রথমবারের মতো জাতীয় ন꧅াট্যোৎসবে অভিনয় করেন।

ফজলুর রহমান বাবু ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে যোগদান করেন এবং তার কর্ম♛স্থল ঢাকায় স্থানান্তর হয়। ঢাকা🐻য় এসে অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদের ‘আরণ্যক নাট্যদল’ নামে মঞ্চ দলে যোগ দেন তিনি। মঞ্চে তার অভিনয়কৃত উল্লেখযোগ্য নাটক হলো— নঙ্কার পালা, পাথার ও ময়ূর সিংহাসন।

এরপর শুরু করেন🍨 টিভি নাটকে অভিনয়। অসংখ্য দর্শকপ্রিয় টিভি নাটক রয়েছে তার। পরে সিনেমায় অভিনয় করেন বা♊বু। এখন পর্যন্ত অভিনয় করেছেন ২৫টিরও বেশি চলচ্চিত্রে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মনপুরা সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এ অভিনেতা। থিয়েটার, নাটক ও সিনেমার পাশাপাশি গানেও সুখ্যাতি অর্জন করেন ফজলুর রহমান বাবু। 

Link copied!