বড়পর্দায় একেবারে বাস্তবের কিংবদন্তি পপ তারকা বব ডিলান সেজেছেন হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে। আর সিনেমাটির প্রথম টিজার প্রকাশ্যে আসতেই চারপাশে প্রশংসার রব ওঠেছে, টিমোথি নিজের চেস্টার কমতি রাখেননি। পর্দায় একেবারে বাস্তবের বব ডিলান হয়েই বাজিমাত করতে যাচ্ছেন এই অভিনেতা।
বব ডিলানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে জেমস ম্যানগোল্ডের ‘আ কমপ্লিট আননোন।’ সিনেমাটির টᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ😼ᩚ𒀱ᩚᩚᩚিজার প্রকাশিত হয়েছে। আর এ টিজারেই টিমোথি শ্যালামেকে দেখা গেছে কিংবদন্তি গায়ক বব ডিলানের চরিত্রে। সিনেমাটির কাহিনী ১৯৬০ এর দশকের উত্তাল নিউ ইয়র্কের উপর ভিত্তি করে এগিয়েছে।
মিনেসোটার সাধারণ একজন থেকে কিভাবে সংগীত জগতের গুরুত্বপুর্ণ ব্যক্ত♉িত্বে পরিণত হয়েছেন বব ডিলান (টিমোথি) তা ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। টিজারে দেখা মিলেছে সেই গল্পের। সেই সঙ্গে ১৯৬৫ সালে নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে তার যুগান্তকারী পারফরম্যান্সও চিত্রায়িত করা হয়𒆙েছে এতে। এছাড়াও বব ডিলানের পছন্দের ক্যাফে ওহা, হোটেল চেলসায় তার ঘুরে বেড়ানোর দৃশ্যের সঙ্গে সেই সময়ে বব ডিলানের সম্পর্কের দিকও স্থান পেয়েছে টিজারে।
এলিজা ওয়াল্ডের ২০১৫ সালের ‘ডিলান গোজ ইলেক্ট্রিক’ বইটির ছায়া অবলম্বনে নির্মাণ কর♑া হয়েছে সিনেমাটি। এতে বব ডিলানের চরিত্রে অভিনয়ের পাশাপাশি গানে কণ্ঠও দিয়েছেন টিমোথি। অবশ্য এই প্রথম নয়, উইলি ওয়াঙ্কা চরিত্রে অভিনয় করার সময়ও গান গেয়েছিলেন এই অভিনেতা।
তবে 💮বব ডিলানকে পর্দায় কতটা ফুটিয়ে তুলবেন টিমোথি, তা দেখার অপেক্ষা🐻য় ভক্তরা। এ বছরই মুক্তি পাবে সিনেমাটি।