নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন বলিউড স্টার অভিষেক বচ্চন। মুম্বাইয়ের জুহু এলাকায় অর্থাদ অমিতাভ বচ্চনের বাংলো জলসার খুব কাছেই অ্যাপার্টমেন্টটি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে, অভিജষেকের অ্যাপার্টমেন্ট কেনার সাথে নতুন করে একটি জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। কেউ কেউ বলছেন, ‘জলসা’ থেকে সব গুটি♚য়ে স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আর মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে আলাদা থাকবেন বলেই অ্যাপার্টমেন্টটি কিনেছেন অভিশেষ।
তবে নতুন ওই ফ্ল্যাটটি কিনতে অভিষেকের কত খরচ হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে খবর এসেছিল, বোরিবলির ওবেরয় স্কাই সিটি প্রজেক্টে ছয়টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনে ‘অতিষ্ঠ’হয়ে অভিষেক এর দায় চাপিয়েছিলেন সাং෴বাদিকদের ওপরে।
বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি হিসেবে নাম ছিল অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। কিন্তু এই দম্পতির সংসার ভাঙার খবর আসছে গত বছরের শেষ দিক থেকে। এর পর থেকে এই দম্পতি যে বিচ্ছেদের দুয়ারে পৌঁছে গেছেন, তা প্রমাণ করতে কিছুদিন পরপরই ভারতের সংবাদমাধ্যম নানা ধরনের ঘটনা ও ত💮থ্য তুলে ধরছে।
সম্প্রতি আঙুলে পরা বিয়ের আংটি দেখিয়ে অভিষেক বলেন, “এই দেখুন, আমি এখনো বিবাহিত। আমার সত্যিই কিছু বলার নেই। আমি বুঝতে পারছি, এসব খব🌃র কেন হয়। কারণ আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমাদের এসব নিয়ে চলতে হয়। কারণ আমরা তারকা।”
এদিকে কিছুদিন আগে দুবাই বিমানবন্দরে আলোকচিত্র❀ীদের ক্যামেরায় ধরা পড়া ঐশ্বরিয়ার আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। তাই তাদের বিবাহবিচ্ছেদের খবর আরও জোরদ🙈ার হয়ে উঠেছে।
২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়া বিবাহবন্𒊎ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর ঐশ্বরিয়ার কোল জুড়ে আসে মেয়ে আরাধ্যা। বেশ কিছু মাস ধরে বচ্চন পরিবারের সঙ্গেꦦ ঐশ্বরিয়ার মনোমালিন্যের খবরে মুখর বলিউডপাড়া।