• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক গানে কোমর দোলাতে নিলেন ৩ কোটি টাকা, কে এই শ্রীলীলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১২:৪৫ পিএম
এক গানে কোমর দোলাতে নিলেন ৩ কোটি টাকা, কে এই  শ্রীলীলা
আটেম গার্ল শ্রীলীলা। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের সিনেমা আল্লু ✨অর্জুন ও রাশমিকা মান্দানা জুটির হিট ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। সুকুমার পরিচালিত এ ছবির সিনেমার প্রথম পার্ট ব্যবসায়িকভাবে ব্যাপক সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৩৫০ কোটি রুপি। 

এবার আসছে একই জুটির এবং একই পরিচালকের কাজে সমৃদ্ধ এ ছবির সিক্যুয়াল ’পুষ্পা টু’। এ বছরই মুক্তি পাবে ছবিটি। এখন চলছে এর শুটিং। এ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ আইটেম গান। সিনেমাটির দ্বিতীয় পার্টের গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকে। এরই মধ্যে গানটিতে তার লুক প্রকাশ্যে এসেছে। তারপর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন শ✱্রীলীলা। কিন্তু গানটিতে কোমর দোলাতে কত ღটাকা নিয়েছেন এই অভিনেত্রী?

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ🦩্পা টু’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকওে। গানটিতে অংশ নিতে ৩ কোটি পারিশ্রমিক নিয়েছেন।

‘পুষ্পা: দ্য রাইজ’ বা ‘পুষ্পা’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে ജমুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে এসেছিল। শুধু তাই নয়, সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। এতে পারফর্ম করার জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি রুপি।

‘পুষ্পা টু’ সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামান্থাকে প্𒆙রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা ফিরিয়ে দেন এ অভিনেত্রী। এরপর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। এ তালিকায় রয়েছেন মালাইকা আরোরা, কাজল আগরওয়াল, দিশা পা🐭টানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর, শ্রীলীলা।

গত ৮ নভেম্বর ফাঁস হয় ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানের স্থিরচিত্র; তাতে শ্রীলীলা🍎কে দেখা যায়। এর কয়েক দিন পর প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স নিশ্চিত করা হয়, আইটেম গানে দেখা যাবে শ্রীলীলাকে।

প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের প💧ারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও এ🙈কই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশি༒গানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় প❀র্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।

Link copied!